পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সহযোগিতা পাওয়া যাচ্ছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তিদের সাথে সংহিত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং ডেপুটি মেয়র আসমা বেগম।গত সপ্তাহে তারা একটি ভিডিও বার্তায় কমিউনিটিকে এই মর্মে আশ্বস করেন যে,এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে।মহামারীর এই সময়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সহায়তা সেবাগুলো এখনো পাওয়া যাচ্ছে।পারিবারিক পর্যায়ে নিপীড়ন নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য পরামর্শ ও সহায়তামূলক সেবার বিশদ তথ্যাদি আমাদের ওয়েবাসাইটে (www.towerhamlets.gov.uk) পাওয়া যাচ্ছে।

টাওয়ার হ্যামলেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি যদি গৃহে বা পারিবারিক পর্যায়ে নির্যাতনের শিকার হন, হুমকি পান বা আক্রমন করা হয়ে থাকে এবং জরুরি সাহায্যের দরকার হয়, তাহলে অনুগ্রহ করে ৯৯৯ কল করুন।আপনি যদি বিপদের মধ্যে থাকেন এবং ফোনে কথা বলতে না পারেন, তাহলে ৯৯৯ নম্বারে কল করুন এবং ৫৫ প্রেস করুন। সাথে সাথে আপনার কলটি স্বয়ংক্রিয়ভাবে স্থানিয় পুলিশের কাছে চলে যাবে এবং আপনি কথা বলতে না পারা সত্বেও তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে।

You might also like