পার্কের উপবিধি লঙ্ঘন করলে ৮০ পাউন্ড জরিমানা
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের পার্ক ও উন্মুক্ত স্থানগুলোকে সবার জন্য আরো নিরাপদ ও ব্যবহার বান্ধব করতে এখন থেকে পার্ক ও উন্মুক্ত স্থানগুলোর উপ-বিধি লঙ্ঘকারীদেরকে অন–দ্য–স্পট জরিমানা করা হতে পারে।৫০০ জনেরও বেশি বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে, পার্কে অত্যধিক উচ্চস্বরে গান বাজানো, বারবিকিউ করা, এবং যে কোনো লাইফ সেভিং ইকুইপমেন্ট ভাঙা বা বিকৃত করা সহ সমাজবিরোধী আচরণকারীর কে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা (থিও) ৮০ পাউন্ড জরিমানা করতে পারবেন।পূর্বে, বাইলোজ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধুমাত্র আদালতের মাধ্যমে বিচার করা যেত, যা একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং শেষ হতে অনেক সময় লাগতো।
এই নতুন জরিমানা বিধি পুলিশ এবং কাউন্সিলের আইন প্রয়োগকারী দলগুলিকে অসামাজিক আচরণের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম করবে।একই ধরনের অপরাধ যারা বারবার করে, তাদেরকে আগের মতই আদালতে নিয়ে যাওয়া যেতে পারে, যেখানে সর্বোচ্চ জরিমানা হতে পারে ৫০০ পাউন্ড।লিড মেম্বার ফর কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “আমাদের অনেকগুলি দুর্দান্ত পার্ক এবং সবুজ স্থান রয়েছে যা আমাদের সকল বাসিন্দার জন্য অসামাজিক আচরণের সাক্ষী না হয়ে উপভোগ করতে সক্ষম হওয়া উচিত। যারা আমাদের পার্কগুলোর পরিবেশ নষ্ট করে তাদেরকে কঠোরভাবে দমন করার জন্য আমাদের থিও এবং পুলিশকে এই অতিরিক্ত ক্ষমতা দেওয়ায় আমি খুবই সন্তুষ্ট।পার্কের উপবিধি বা বাইলোজ সম্পর্কে জানতে হলে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/parks_and_open_spaces/Byelaws-for-pleasure-grounds-public-walks-and-open-spaces.aspx