পিকে হালদারসহ পলাতকদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ অর্থপাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গত ২৮ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পিকে হালদারের বক্তব্যসংক্রান্ত ভিডিও আগামী ১০ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন।আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘এর আগে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পিকে হালদারের বক্তব্য সরাসরি ও রেকর্ড করে সম্প্রচার করা হয়। আইনের দৃষ্টিতে পিকে হালদার পলাতক আসামি। তাই পিকে হালদারসহ সব আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আবেদন জানিয়েছি। আবেদনটির ওপর শুনানি নিয়ে আদালত আদেশ দিলেন।’
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। এরপর গোপনে কানাডায় পাড়ি জমান তিনি।