পিপিই সংকটের সমালোচনা: স্বেচ্ছাসেবী থেকে বহিস্কার সর্বকনিষ্ঠ বৃটিশ এমপি
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ বৃটেনের সর্বকনিষ্ঠ এমপি নাদিয়া হুইটোমিকে একটি বৃদ্ধাশ্রম থেকে বহিস্কার করা হয়েছে।সেখানে তিনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। তার দাবি, বৃদ্ধাশ্রমে পিপিই সংকট নিয়ে কথা বলায়ই তাকে বহিস্কার করা হয়েছে। ২৪ বছর বয়স্ক নাদিয়া বৃটেনের সর্বকনিষ্ঠ এমপি।তিনি নটিংহাম কেন্দ্র থেকে জয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তবে তিনি নিজের এ কাজের বাইরেও স্বেচ্ছাসেবি হয়ে একটি বৃদ্ধাশ্রমে কাজ করতেন। এটি ‘এক্সট্রা কেয়ার’ নামের একটি সংস্থা দ্বারা পরিচালিত। তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই ওই বৃদ্ধাশ্রমে কাজ করতেন।বেতনের একটি অংশ তিনি সেখানে দানও করতেন। তবে সম্প্রতি তাকে ওই বৃদ্ধাশ্রম থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার এ খবর নিজেই গণমাধ্যমকে জানান নাদিয়া।তার বিরুদ্ধে এক্সট্রা কেয়ার মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে। গত ২৪ এপ্রিল বৃটিশ গণমাধ্যম নিউজনাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা তুলে ধরেছিলেন নাদিয়া। তবে মিথ্যে বলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।