পুরো বিশ্ব এখন সঙ্কটে, কেউ স্বস্থিতে নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পুরো বিশ্বই এখন সঙ্কটে আছে, কেউ স্বস্থিতে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৬ নভেম্বর) নগরের রিকাবিবাজার কবি নজরুল অডিটরিয়ামে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।ড. এ কে আব্দুল মোমেন বলেন, মন্দায় একটু কষ্ট হবে, তবে আমাদের খুব একটা সমস্যা হবে না। খাদ্যের কোনো ঘাটতি হবে না। বৈশ্বিক মন্দা মোকাবিলায় প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনা নিয়ে রেখেছেন।তিনি বলেন, প্রায় দেড় কোটি মানুষকে টিসিবি ও ৫০ হাজার লোককে বিজিবির মাধ্যমে ১৫ টাকা করে চাল দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম আরো কয়েক মাস ধরে চলবে। যাতে স্বল্প আয়ের লোকজন সমস্যায় না পড়েন।

পররাপষ্ট্রমন্ত্রী বলেন, গত নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অধিকাংশ পুরণ হয়েছে। এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই দেশের মঙ্গল ও নিজেদের অস্থিত্বের স্বার্থে আওয়ামী লীগকে আবারো নির্বাচনে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে।তিনি বলেন, আওয়ামী লীগের বিরোধীরা খুবই দুর্বল। তারা হাওয়ার উপরে ভাসছে আর কেবল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। যদিও আমাদের মধ্যে কিছু বিভেদ রয়েছে। তারপরও আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে কেউ ঠেকাতে পারবে না। কেননা, আওয়ামী লীগ অনেক শক্তিশালী রাজনৈতিক দল।ড. মোমেন বলেন, আন্তর্জাতিকভাবে যেসব দেশ আগে বাংলাদেশকে পাত্তা দিতো না, তারাও এখন আমাদের সম্মানের চোখে দেখে। বিএনপি সমবসময় বলে দেশে মানবাধিকার নেই। অথচ বাংলাদেশ এবার সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনামতে পররাষ্ট্র সম্পর্ক উন্নয়ন সম্ভব হচ্ছে।সূত্র: পূর্বপশ্চিমবিডি

You might also like