পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপূরক-সুনামগঞ্জ নবাগত পুলিশ সুপার
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ বলেছেন, পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপূরক। আমরা এই দুই পেশার মানুষজন জনকল্যাণে কাজ করে থাকি। পুলিশ সব সময় রাষ্ট্রের নিরাপত্তার পাশাপাশি জনগনের জানমালের নিরাপত্তা বিধানে কাজ করে থাকি আর গন্যমাধ্যমকর্মীরা সমাজের অসংগতিগুলো তাদের কলমের মাধ্যমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ায় প্রচার করে তা রাষ্ট্র এবং রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীর নজরে এনে সহায়তা করেন। তার সময়কালীন সময়টাতে তিনি এই জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখতে গণমাধ্যমকর্মীসহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।রবিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনের কনফারেন্স রুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন,সদর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী দৈনিক সুনামগঞ্জ ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমদ, এটিএন নিউজ ও দৈনিক খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংঙ্কজ কান্তি দে,রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার,দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার প্রমুখ।