পূর্ব লন্ডনে পুলিশের উপর হামলা, দুজন গ্রেফতার
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ পূর্ব লন্ডনের হ্যাকনিতে দায়িত্ব পালন করতে গিয়ে দুই পুলিশ অফিসার হামলার শিকার হয়েছেন।এই ঘটনার তীব্র নিন্দা জানিছেন হোম সেক্রেটারী প্রীতি পাটেল, লন্ডন মেয়র সাদিক খান এবং মেট পুলিশ ফেডারেশনের চেয়ার কেন মার্শ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন পুলিশ অফিসার অন্য এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে দুজনই মাটিতে পড়ে যান। এসময় এক এক করে আরো দু তিন জন দৌঁড়ে এসে মাটিতে পড়া পুলিশ অফিসারকে লাথি মারতে থাকে। সঙ্গে থাকা অপর মহিলা অফিসার তাদের বাঁধা দিতে গেলে তাকেও ধাক্কা দিতে দেখা যাই। এতে তারা দুজনই শরীরে আহত হন।
ভিডিওতে আরো দেখা গেছে, ঘটনার সময় পাশে থেকে একজন নৃত্য করে করে সেলফি তুলছে এবং আরেক জন বেসবল খেলার ব্যাট নিয়ে এসে হাজির হয়েছে।বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে হ্যাকনির ফ্রাম্পটন পার্ক রোডে এ ঘটনা ঘটেছে বলে মেট পুলিশ জানিয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টস্ট সন্দেহে ২০ ও ৩৪ বছরের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হোম সেক্রেটারী প্রীতি পাটেল। এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়েছেন। এটা লজ্জাজনক এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। হোম সেক্রেটারী হামলার শিকার পুলিশ অফিসারদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন।এদিকে লন্ডন মেয়র সাদিক খান পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে, কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে সাহসী পুলিশ অফিসাররা হামলার শিকার হন, এটা অত্যন্ত বেদনা দায়ক। এসব পুলিশ অফিসারদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন লন্ডন মেয়র সাদিক খান।