পেলেকে ছাড়িয়ে সর্বকালের সেরা হওয়ার পরিকল্পনা করছে রোনালদো!
বিশ্ব ফুটবলের বর্তমান সময়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে করে ফেলেছেন প্রায় সাড়ে ৭০০ গোল। উড়ন্ত ফর্মে থাকায় তিনি কোথায় গিয়ে থামবেন, সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়।তবে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ খেলোয়াড় গ্যারি নেভিল মনে করেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার পরিকল্পনা করেছেন রোনালদো। যে পথে বেশ ভালোভাবেই হাঁটছেন এ পর্তুগিজ তারকা।
প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে সাতশর বেশি গোলের পাশাপাশি ইউরো চ্যাম্পিয়নশিপ, তিনটি প্রিমিয়ার লিগ, দুইটি লা লিগা, একটি ইতালিয়ান লিগ ও পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন রোনালদো। এর বাইরে ব্যক্তিগত সাফল্যের বিচারে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীও তিনি।প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে তাড়না, সেটিই রোনালদোকে সেরার কাতারে ওপরের দিকে রেখেছে বলে মন্তব্য করেন নেভিল। তিনি বলেন, ‘বিশ্বের সেরা হওয়ার জন্য তার যে চেষ্টা, সেটা সত্যিই অভাবনীয় পর্যায়ের। সে গুটি কয়েক খেলোয়াড়দের একজন, যে কি না বলে ব্যক্তিগত শিরোপাও অনেক গুরুত্বপূর্ণ।’
নেভিল আরও বলেন, ‘সে সবসময় সেরাদের সেরা হতে চায়। বিগত বছরগুলোতে সে যা করে দেখিয়েছে সত্যিই অসাধারণ। তার অর্জনগুলো দুর্দান্ত এবং এগুলো পেতে সে কঠোর পরিশ্রম করেছে। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং গোল করা তার জন্য একটা নেশায় পরিণত হয়েছে। নিজেকে সবসময় ফিট রাখতে চায় এবং পেশাদা খেলোয়াড় হিসেবে এগিয়ে যেতে চায়।এসময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দীর্ঘ ১৯ বছর খেলা নেভিল জানান, পেলেকে ছাড়িয়ে পরিকল্পনা থেকেই হয়তো নিজেকে প্রতিনিয়ত উন্নত করছেন রোনালদো।তিনি বলেন, ‘আমার মতে, সে হয়তো চাচ্ছে পেলের রেকর্ড নিজের করে নিতে। সে সবসময় চায় সর্বকালের সেরা খেলোয়াড় হতে। এটাই তার একমাত্র লক্ষ্য। সে যদি সর্বকালের সেরা হওয়ার জন্যই খেলতে থাকে, তাহলে একইসঙ্গে অনেক শিরোপাও জিততে পারবে।’