পোল্যান্ড সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটিতে এ সফরে যাচ্ছেন তিনি। বুধবার (৯ ফেব্রুয়ারি) পোলিশ প্রেসিডেন্ট প্রাসাদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।সূত্রের বরাতে সংবাদে বলা হয়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সঙ্গে সাক্ষাৎ করবেন বরিস জনসন।

এ দিকে ইউরোপে সম্ভাব্য একটি যুদ্ধ ঠেকাতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বার্লিনে মিলিত হয়েছেন ফরাসি, জার্মান এবং পোলিশ নেতারা। বৈঠক থেকে রাশিয়াকে সামরিক হুমকি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তারা।বৈঠক শেষে বার্লিনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।এ সময় জার্মান চ্যান্সেলর বলেছিলেন, আমাদের সাধারণ লক্ষ্য হলো ইউরোপে একটি যুদ্ধ প্রতিরোধ করা।

You might also like