প্রধানমন্ত্রীকে মোদির চিঠি, মহামারি কাটিয়ে ওঠার আশাবাদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার (২০ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছেন।ভারতের প্রধানমন্ত্রী বার্তায় বলেছেন, ২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বছর বিশ্বব্যাপী সপ্তমবারের মতো যোগ দিবস উদযাপন হবে। তবে গত বছরের মতো এবারও মহামারি কোভিডের কালে দিবসটি এসেছে।

কোভিড মোকাবিলায় আমাদের যোদ্ধারা এ মহামারির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গত বছর আন্তর্জাতিক যোগ দিবসের সময় থেকে এ পর্যন্ত মহামারির বিরুদ্ধে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চিকিৎসাবিজ্ঞান এ ভাইরাসের প্রকৃতি বুঝতে পেরেছে। মহামারি মোকাবিলায় আমরা বেশ কয়েকটি ভ্যাকসিনের মাধ্যমে জনগণকে রক্ষা পাচ্ছেন। আমি আশাবাদী, খুব শিগগিরই মহামারির বিরুদ্ধে মানবতা বিজয়ী হবে।নরেন্দ্র মোদী বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সুস্থতার জন্য যোগ’। যোগ আমাদের মন ও দেহকে ভালো রাখে। কোভিড যেকোনো মানুষকে আক্রান্ত করতে পারে, তবে যোগ শরীরে শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে।প্রতিবছর বাংলাদেশে যোগ দিবস উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েক বছর ধরে বিপুলসংখ্যক লোক অংশ যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমি নিশ্চিত দিবসটি উদযাপনে আপনার সরকার সহায়তা অব্যাহত রাখবে। আপনার, আপনার পরিবার ও আপনার জনগণের সুস্বাস্থ্য কামনা করি।প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়ে থাকে।

 

You might also like