প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা হচ্ছে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি পানিতে তলিছে গেছে। বানের পানিতে গবাদিপশুর খাবার, ধান, চাল ভেসে গিয়েছে। সব মিলিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন সিলেটবাসী।বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শুরু থেকেই সরকারি তরফে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যক্তি উদ্যোগেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।বন্যা আঘাত হানার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরী করে সরকারি সহায়তা প্রদানের নির্দেশনা দেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য তালিকা করা হচ্ছে।প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার স্ব-স্ব উপজেলার ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছেন।ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজ চলছে।২৮ জুন মঙ্গলবার দৈনিক দেশবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়ার পর ঘর নির্মাণে সরকারি সহায়তা শুরু হবে।

You might also like