প্রবাসিদের কর্মস্থলে ফেরাতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাকালে দেশে আসা দক্ষিণ কোরিয়ায় কর্মরত ও অধ্যয়নরত বাংলাদেশীদের ফিরে যেতে দ্রুত ভিসা প্রদান কার্যক্রম শুরু করতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং ওয়ার সহযোগিতা কামনা করেছেন।পররাষ্ট্রমন্ত্রী আজ টেলিফোনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপকালে এ সহযোগিতা চান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।আলাপকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক ও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাংলাদেশী কর্মী ও শিক্ষার্থীদের কল্যাণের বিষয় আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে সামনের দিনগুলোতে একসাথে কাজ করার ব্যাপারে একমত পোষন করেন।

ড. মোমেন প্রবাসি বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের সে দেশে ফিরে যেতে কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান। তিনি কোরিয়ায় কর্মোপযোগী কর্মী তৈরি করতে বাংলাদেশে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান। কোরিয় পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ভিসা ইস্যূতে সহযোগিতার আশ্বাস দেন।ড. মোমেন কোভিড-১৯ বিস্তাররোধে কোরিয়ার কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে এ মহামারি নির্মূলে বৃহত্তর সহযোগিতার আহবান জানান। তিনি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকর পদক্ষপের কথা এ সময় উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা বিষয়ে বর্তমান পরিস্থিতি কোরিয় পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।এ পরিপ্রেক্ষিতে কোরিয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখের অধিক রোহিঙ্গা নাগিরককে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তনে এবং এ সমস্যা সমাধানে একসাথে কাজ করার আশ্বাস দেন।

You might also like