প্রবীণ সাংবাদিক নুরুল হুদার আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নূরুল হুদা আর নেই।রোববার (২১ মার্চ) দুপুর ১২টায় মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় নিজ বাসভবনে তনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস ও কিডনিসহ জটিল রোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৯ সালের ১ মার্চ মুন্সিগঞ্জের শ্রীনগরের রাড়িখালে নুরুল হুদা জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৩ সালে বাংলাদেশ অবজারভার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার শুরু করেন। এ ছাড়াও বাসস, ডেইলি স্টার, ডেইলি টেলিগ্রাফ, নিউ নেশন ও ইন্ডিপেন্ডেন্টে কর্মরত ছিলেন। তার উল্লেখ্য প্রকাশনা হচ্ছে Environmental violations causes and cures & sitting on a volcano, Contributed a chapter on Bangladesh for against all odds -লন্ডনভিত্তিক প্যানোস কর্তৃক প্রকাশিত।মরহুমের নামাজে জানাজা রোববার বাদ মাগরিব মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে মো. নূরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You might also like