প্রয়াত প্রিয়জন স্মরণে বিশেষ ক্যাম্পেইন ‘স্টার ইন মেমোরি’
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ বর্তমান মহামারীতে যারা মারা গেছেন, তাদের স্মরণ করতে এবং লোকজনকে একত্রিত করতে কেয়ার কমিউনিটি অর্থাৎ পরিচর্যা সেবার সাথে সংশ্লিষ্টরা ‘স্টার ইন মেমোরি’ নামের বিশেষ একটি প্রচারাভিযান শুরু করেছেন।স্বজন হারানো শোকাহত যে কেউ একটি তারকা বানিয়ে তা তাদের ঘরের জানালায় সেঁটে দেয়ার মাধ্যমে অথবা #StarsInMemory – এই হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে পারেন।
এই স্টার বা তারা যেকোন সাইজের এবং যে কোন জিনিস দিয়ে বানানো যেতে পারে। অথবা আপনি ন্যাশনাল কেয়ার ফোরাম থেকে তাদের অনলাইন টেমপ্লেট ব্যবহার করেও বানাতে পারেন তারকা। উপরে ছবিটিতে দেখা যাচ্ছে বেথনাল গ্রীনের রাশিয়া লেন ডে সেন্টারের বানানো চমৎকার তারকা, যা শোভা পাচ্ছে তাদের জানালায়।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সবাই জানি যে বর্তমান সময়টি খুবই কঠিন এবং এখনো মহামারী শেষ হয়নি। দয়া করে এটা মনে রাখবেন, যারা স্বজনহারা হয়েছেন, তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক সেবা পাওয়া যাচ্ছে। এব্যাপারে বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।