এম এ গনির মৃত্যুতে লন্ডন বাংলাদেশ হাইকমিশনারের শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ মহান মুক্তিযুদ্ধের যুক্তরাজ্যস্থ্য অন্যতম সংগঠক এবং যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সর্বজনবিদিত প্রিয় ব্যক্তিত্ব জনাব এম এ গণি সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম আজ নিম্নোক্ত শোক বার্তা প্রদান করেছেন:

“১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের যুক্তরাজ্যস্থ্য অন্যতম আয়োজক ও সংগঠক, বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের স্বীকৃতির সপক্ষে যুক্তরাজ্য ও ইউরোপীয় সরকার সমূহের সমর্থন আদায়সহ বৈশ্বিক জনমত গঠনের প্রথম সারির নেতা এবং যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সর্বজনবিদিত প্রিয় ব্যক্তিত্ব, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব এম এ গণি সাহেবের আজ ১০ই ফেব্রুয়ারি ২০২১ তারিখে আকষ্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং দু:খ ভারাক্রান্ত।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে যুক্তরাজ্য এবং সমগ্র ইউরোপ প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা এবং চটগ্রাম সহবাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্খিগণ একজন বিশিষ্ট অভিভাবক,কমিউনিটির কল্যাণে নিবেদিত একজন জনদরদী নেতা এবং একজন দেশ প্রেমিক প্রগতিশীল ব্যক্তিত্বকে হারিয়েছেন।আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে তাঁর শোক-সন্তপ্তপরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।আমি মহান আল্লাহ ত‘য়ালার দরবারে মরহুম এম এ গণি সাহেবের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তিরজন্য ও বিশেষভাবে দোয়া প্রার্থনা করছি।”

You might also like