ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ
শাহ মো:তানভীর
সত্যবাণী
পর্তুগাল থেকেঃ ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পর্তুগালের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার বিকেল ৬ টায় পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র মার্তিমনিজ পার্কে এবং বানিজ্যিক শহর পর্তুতে জড়ো হন হাজারো ও পর্তুগিজ,মানবাধিকার সংস্থার কর্মী,রাজনৈতিক ব্যক্তিবর্গ, আফ্রিকান,মরক্কো,সিরিয়া,আলজেরিয়া ও বাংলাদেশের নাগরিক।এ সময় ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ।গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরাইল আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়েছে।এ সময় ‘ইসরাইল বের হও এবং ‘ফিলিস্তিনের জন্য স্বাধীনতা’সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড,ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যা দেন বিক্ষোভকারীরা।