বই পরিচিতি: করোনা সংক্রমনের ইতিহাস

সাহিত্য ডেস্ক
সত্যবাণী 

কলকাতা:  গত দু বছর পৃথিবীতে যে বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছি, তার অনুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে এই বইটিতে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ঘটনাক্রম বর্ণিত হয়েছেচিন থেকে  ধাপে ধাপে, অথচ দ্রুত গতিতে ইউরোপ, আমেরিকা, এশিয়াআফ্রিকায় ছড়িয়ে যায় করোনা ভাইরাস। অর্থনৈতিক বিপর্যয় দেখা যায়, যার ফলে সাধারণ মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় যন্ত্রণাপৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অভিবাসী শ্রমিকরা বাড়ি ফেরার তাগিদে মাইলের পর মাইল পায়ে হাঁটতে বাধ্য হনজীবনের মতো মৃত্যুরও অসামাজিক রূপ দেখতে পাই আমরাএইসব ঘটনা লেখক দিলীপ মজুমদার দিনপঞ্জি আকারে পরিবেশন করেছেন ‘করোনা সংক্রমনের ইতিহাস’ গ্রন্থে। প্রসঙ্গত এসেছে ষড়যন্ত্র তত্ত্বের কথাপ্রশ্ন ওঠে ভাইরাসটি গবেষণাগারে তৈরি কি না! প্রশ্ন আছো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে। অপক্ষপাত দৃষ্টিতে লেখক সেইসব প্রশ্ন নানা দিক থেকে বিচার করার চেষ্টা করেছেন।  তাঁর সিদ্ধান্ত রিপু পরবশ মানুষ অচিরেই কাটিয়ে উঠবে করোনার ট্রমাশেষ পরিচ্ছেদে ভগবানশয়তানের কথোপথনের মাধ্যমে সেই দিকটির উপর আলোকপাত করা হয়েছে কৌতুকরসের মাধ্যমে

করোনা সংক্রমণের ইতিহা
লেখক: 
দিলীপ মজুমদার 
নবজাতক
প্রকাশন, এ-৬৪ কলেজ স্ট্রিট মার্কেট, কলকাতা = ৭০০ ০০৭
মূল্য = ২৫০ টাকা

You might also like