বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে পুনর্বাসন করা হবে:এমপি হাবিব

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর মাধ্যমে পুনর্বাসন করবে। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে। সরকার প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে বানভাসি মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে আমি, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বন্যার্তদের সেবায় কাজ করে যাচ্ছে। সাহস ও ধৈর্য ধারণের মাধ্যমে পরিস্থিতি কাটিয়ে উঠতে জনগণের প্রতি তিনি আহবান জানান।এমপি হাবিব শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কামালবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারমান মো. একরামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইউএনও নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার। বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আনোয়ার আলী।

You might also like