বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাটের সড়ক মেরামতে সওজ’র ৪২ কোটি টাকা বরাদ্দ

সিলেট অফিস 
সত্যবাণী
সাম্প্রদায়িক গত দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সড়ক ও জনপথের পক্ষ থেকে ৪২ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি দু’দফা বন্যায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে ও পিচ উঠে ব্যাপক ক্ষতি হয়।
বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে জাতীয় সংসদে উত্থাপন করেন সিলেট-৫ আসনের এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
কানাইঘাট থেকে সংবাদদাতা জানান, জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সড়ক ও জনপথের পক্ষ থেকে গত রোববার এক পত্রের মাধ্যমে প্রায় সাড়ে ৪২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অর্থ বরাদ্দের বিষয়টি স্বীকার করে এমপি হুছামুদ্দীন চৌধুরী বলেন, দু’’দফা বন্যায় তার নির্বাচনী আসন কানাইঘাট ও জকিগঞ্জে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ও সুরমা, কুশিয়ারা ডাইকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বিশেষ করে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ কানাইঘাট গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) সড়কের উন্নয়ন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কসহ অন্যান্য গ্রামীণ অঞ্চলের প্রধান প্রধান রাস্তার মেরামত কাজ দ্রুত শুরু করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ জাতীয় সংসদে বার বার এ নিয়ে তিনি বক্তব্য রাখেন।

You might also like