বন্যা যতদিন থাকবে  ত্রাণের অভাব হবে না জেলা প্রশাসক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বালাগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি, অব্যাহত ভারি বর্ষণ আর পাহাড়ী ঢলের তীব্রতা হ্রাস পেলেও নিম্নাঞ্চলের বাড়ি-ঘর থেকে এখনও সরেনি পানি। বন্যা যতদিন থাকবে ত্রাণের অভাব হবে না। যোগাযোগ ব্যবস্থার অসুবিধা থাকায় ২/১ দিন লাগছে ত্রাণ এসে পৌঁছাতে। যাঁদের বসতবাড়ি ভাঙছে তাঁদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যাদূর্গতদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
বুধবার (২৯ জুন) সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর টিএ সেন্টার, শ্রীনাথপুর, বাংলাবাজার উচ্চ বিদ্যালয়, তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি কমপ্লেক্সে অবস্থানরত ৩ শ’ বন্যাক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, ইউএনও রোজিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কামাল দুলন, ইউপি সদস্য হোসেন আহমদ, বিলাল আহমদ, মধু মিয়া, আপ্তাব মিয়া প্রমুখ।

You might also like