বরইকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান হাবিব হোসেনের ইন্তেকাল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমার সদ্য বিলুপ্ত বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট-এর নির্বাহী কমিটির সহ-সভাপতি, সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল-নবীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সালিশ বিচারক, ক্রীড়ানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব হাবিব হোসেন আর নেই। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। হাবিব হোসেনের ইন্তেকালের বিষয়টি তাঁর পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সুত্র জানিয়েছেন, আলহাজ্ব হাবিব হোসেন দীর্ঘদিন থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এজন্য তিনি চিকিৎসা নিতে বেশ কয়েকবার ভারতে যান। শেষপর্যায়ে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। পারিবারিক সুত্র আরও জানায়, হাবিব হোসেনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে, দেশে আনার পর জানাজার সময় নির্ধারণ করা হবে।এদিকে আলহাজ্ব হাবিব হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক রুবেল, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সামাজিক সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট’র সভাপতি আবদুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক জমির আলী বেপারী প্রমুখ।

You might also like