বর্ধিত বাসভাড়ার নামে নৈরাজ্য বন্ধ কর: সম্মিলিত সামাজিক আন্দোলন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে পরিবহণ ক্ষেত্রে বর্ধিত ভাড়া নির্ধারনের অজুহাত দেখিয়ে নতুনভাবে মানুষের পকেট কাটা নৈরাজ্য ও তামাসা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।বিবৃতিতে আরো বলা হয়, মহামারী করোনায় এখন মানুষ দিশেহারা সেই সময় সরকার অবিচারের মতো হটাৎ জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি করে জন জীবনকে বিপন্ন করে তুলেছে। সবধরনের নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বৃদ্ধিসহ পরিবহণ ক্ষেত্রে সরকার ঘোষিত বর্ধিত বাসভাড়া চাপিয়ে দেয়া দেশবাসীর সাথে লুকোচুরি খেলা বলেই মনে করছি। অন্যদিকে রাজধানী ঢাকায় কোন প্রকার পরিবহণই সরকার ঘোষিত নীতিমালা বা ভাড়া নেয়া হচ্ছেনা। আমরা মনে করি সরকার ও পরিবহণ মালিকদের যোগসাজসে নতুন করে মানুষের উপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেবার অপচেষ্টা করা হচ্ছে।আমরা অনতিবিলম্বে পরিবহণ ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পরিবহন ক্ষেত্রে চলমান নৈরাজ্য বন্ধ করার পাশাপাশি জ¦ালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

You might also like