বাংলাদেশকে ব্লু চার্টার অ্যাকশন গ্রুপের নেতৃত্ব দেয়ার জন্য কমনওয়েলথের আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জলবায়ু পরিবর্তন ইস্যুতে দৃঢ় ভূমিকা রাখায় ‘কমনওয়েলথ ব্লু চার্টার’-এর অধীনে গঠিত ‘অ্যাকশন গ্রুপে’ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়ে, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বুধবার মিসরের শারম আল শেখে কোপ-২৭ এর সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান।ব্লু-চার্টার কমনওয়েলথ দেশগুলোকে সমুদ্র সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে সহায়তা করে। বৈঠকে তারা কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর বিশেষ আগ্রহের বিষয় কোপ-২৭ এর বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন।পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে স্বাগত জানান। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তির সংখ্যা বৃদ্ধি করারও অনুরোধ জানান। মহাসচিব কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং-এর মাধ্যমে কমনওয়েলথ সদস্য দেশগুলোর তরুণদের প্রশিক্ষণের একটি নতুন সুযোগ তৈরি করা হচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

You might also like