বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন: গনতন্ত্র ও নির্বাচন

এম, এ, আউয়াল

গনতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে নীতিনির্ধারণে বা প্রতিনিধি সকল নাগরিকের সমান অধিকার থাকে।
আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান অংশ হচ্ছে নির্বাচন। নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন অনুষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠান কে গণতান্ত্রিক বলা যায় না। যদি গণতান্ত্রিক ব্যবস্থা কে সর্বোত্তম হিসেবে আখ্যায়িত করা হয়, তবে এর মূল স্তম্ভই হলো নির্বাচন ।
অনাকাংখিত হলে ও সত্য বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের নিবার্চন নিয়ে কমিঊনিটিতে প্রবল মতবিরোধ সৃষ্টি হয় । দ্বিধাবিভক্ত হয়ে অনেকেই নির্বাচনে র পক্ষে-বিপক্ষে দৃঢ অবস্হান নেন । যার কারণে বিরোধ নিষ্পত্তিতে আইনের আশ্রয় নেওয়ার জন্য মহামান্য আদালতের দ্বারস্থ হতে হয়। দীর্ঘ আইনে লড়াইযের পর, আগামী ২৮ -ই সেপ্টেম্বর ২০২৪‘ মহামান্য আদালত কতৃক নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়
আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক এ রায় সুইন্ডন বাংলাদেশ এসোসিয়েশনে ইতিহাসে হয়ে থাকবে ।গনতন্ত্র কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমাদের সবাই কে ভোট প্রয়োগ করতে হবে । কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন আমাদের কে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে । ভোট আমাদের মৌলিক অধিকার । বিশ্বের সর্বশ্রেষ্ঠ গনতান্ত্রিক দেশে বসবাস করে শুধুমাত্র নেতৃত্ব ও কর্তৃত্বের জন্য মৌলিক অধিকার কে হরন করা কোন ভাবেই কারো জন্য কাম্য নয় । নির্বাচনের ধারা কে বানচাল করার মোক্ষম জবাব হতে পারে আপনাদের মহামূল্যবান ভোট ।
তাই আসুন দল মত নির্বিশেষে আগামী ২৮-শে সেপ্টেম্বর রোজ শনিবার ভোটের মাধ্যমে গনতন্ত্র রক্ষা করে গঠন করি আমাদের স্বপ্নের ভালোবাসার বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন ॥

You might also like