বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইংল্যান্ড ব্রাঞ্চের ১৯সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডন: বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার ১৯ সদস্য বিশিষ্ট ইউম্যান রাইট কমিশনের ইংল্যান্ড কমিটির অনুমোদন দিয়েছেন। ২৪ জানুয়ারী ২০২৩ এক প্রজ্ঞাপনে সংগঠনর লাইফ মেম্বার মানবাধিকার নেতা মোহাম্মদ সাহিদুর রহমানকে প্রেসিডেণ্ট, সাংবাদিক মতিয়ার চৌধুরীকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও ক্যাটারার্স নেতা আব্দুল হাফিজ বক্করকে জেনারেল সেক্রেটারী করে নতুন পরিচালনা কমিটির দায়িত্ব বন্টন করা হয়। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন আজিজুল হক জুনু ভাইস প্রেসিডেণ্ট, মোহিদুর রহমান ভাইস প্রেসিডেন্ট, আব্দুল মোকিত ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ রাসেল আহমদ ভাইস প্রেসিডেন্ট, রেদওয়ান পাশা শিহাব ভাইস প্রেসিডেন্ট, আব্দুল মোমিন চৌধুরী জয়েন্ট সেক্রেটারী, মোহাম্মদ আলী জয়েন্ট সেক্রেটারী, আবুল হোসেইন জয়েন্ট সেক্রেটারী,মোহাম্মদ কুদ্দুস অর্গেনাইজিং সেক্রেটারী, সাব্বির সামদানী জয়েন্ট অরেগনাইজিং সেক্রেটারী, আব্দুর রব ফিনান্স সেক্রেটারী, মোহাম্মদ মুকিদুর রহমান জয়েন্ট ফিনান্স সেক্রেটারী, গোলাম মোস্তফা চৌধুরী অফিস সেক্রেটারী, তাজুল হক ক্যালচারাল সেক্রেটারী, মোহাম্মদ সাজ্জাদুর রহমান এক্সিকিউটিভ মেম্বার, সৈয়দ খায়রুল করিম এক্সিকিউটিভ মেম্বার।

You might also like