বাড়িতেই থাকুন, এনএইচএস-কে রক্ষা করুন এবং জীবন বাঁচান
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ অনুগ্রহ করে ঘরের মধ্যে অবস্থান করা অব্যাহত রাখার জন্য বারার বাসিন্দাদের প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে আবারো অনুরোধ জানানো হয়েছে।কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএইচএস এর ওয়েবসাইটে বর্ণিত চারটি কারণে আপনি ঘরের বাইরে যেতে পারেন।আমরা অনুধাবন করি যে, এটা খুবই কঠিন। তবে সবাই নিজ নিজ বাড়িঘরে অবস্থান করার মাধ্যমে এনএইচএসকে সুরক্ষিত করা ও জীবন বাঁচাতে সরকারি নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
যদি আপনি কোন একটি ধরনের ব্যায়াম করতে ঘরে বাইরে যান, সবুজ স্থান অর্থাৎ পার্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করুন:নিজের এলাকায় থাকুন এবং ঘরের কাছাকাছি যে খোলা জায়গা/পার্ক আছে, সেটা ব্যবহার করুন – অহেতুক দূরে কোথাও ভ্রমণ করবেন নাআপনি কেবলমাত্র একা অথবা আপনার সাথে বাস করেন এমন একজনের সাথে ঘরের বাইরে যেতে পারবেন আপনার সাথে/ঘরে থাকেন না, এমন যে কারো সাথে সর্বদা কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট দূরত্ব বজায় রাখুন।পার্ক অথবা অন্য যেকোন পাবলিক স্পেসে (সর্বসাধারণের স্থান) দুই জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং পুলিশ এটি কার্যকর করবে।যখন ঘরের বাইরে যাবেন, তখন হাইজিন বা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং ঘরে ঢোকার সাথে সাথে ভালো করে হাত ধুয়ে ফেলুন।