বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে পুনঃসংস্কার কাজ শুরু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ১৮ কিলোমিটার দীর্ঘ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ২২ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি সড়কের উভয়পাশে গাইডওয়ালের কাজও শুরু করা হয়েছে। বানিয়াচং-হবিগঞ্জ সড়ক মেরামতের কাজ পেয়েছে জামান-মোস্তফা কামাল (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।৪ জুন রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। ৬ মাসের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ প্রদান করেছেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী।যানবাহন চালক ও নিয়মিত যাত্রীরা সংস্কার কাজ শুরু হওয়ার ফলে ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় উন্নয়নের ধারায় সড়ক সংস্কার কাজ শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন।
বানিয়াচং থেকে সংবাদদাতা জানান, ১০ জুন শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বানিয়াচং-হবিগঞ্জ রোডের কালারডোবার ব্রিজের মুখ থেকে শুরু হয়ে বানিয়াচংয়ের দিকে কাজ করে আসছে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা। সড়কের উভয়পাশের ঝোঁপঝাড় কেটে পরিষ্কার এবং পুরাতন সড়কের কার্পেটিং এক্সেভেটর দিয়ে উঠিয়ে আবার রোলার দিয়ে লেভেল করা হচ্ছে। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু জানান, দীর্ঘদিন পর হলেও ব্যস্ততম এই সড়কটি সংস্কার কাজ শুরু হওয়ায় হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সে সাথে সড়ক সংস্কার কাজটি যেন সঠিক তদারকির মাধ্যমে শেষ হয় সে আশা করছি।সিএনজি চালক আবু তালেব জানান, আমাদের জন্য অনেক ভালো হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায়। কাজ শেষ হলে দূর্ঘটনা অনেকটাই কমে যাবে। অপর চালক জামাল আহমেদ জানান, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি মেরামত করার। যাক শেষ পর্যন্ত কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।এনজিও কর্মী সালেহা বেগম জানান, অফিসের জরুরী কাজে সপ্তাহের ৪ দিনই আমাকে ওই সড়ক দিয়ে চলাচল করে বানিয়াচং থেকে হবিগঞ্জে যাওয়া-আসা করতে হয়। সেই কবে থেকেই শুনে আসছি সড়কের কাজ হবে। কিন্তু শনিবার দেখলাম সড়কে পুরোদমে সংস্কার কাজ শুরু হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। কাজটা যেন ঠিকঠাক মতো হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে বলে তিনি মত দেন।অপরদিকে ২০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-নবীগঞ্জ সড়ক সংস্কারে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অচিরেই ওই সড়কের কাজও শুরু করা হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, সড়ক সংস্কার কাজে কোনো ধরণের গাফিলতি বরদাশত্ করা হবে না। শিডিউল অনুযায়ী যা আছে তাই করা হবে। কাজ শুরুর পর থেকেই অফিসের পক্ষ থেকে ঠিকাদারের সাথে দেখভাল করার জন্য সার্বক্ষণিক লোক নিয়োজিত আছে। তবে কার্পেটিং করতে তো আরো কিছুদিন সময় লাগবে। কাজের মান যাতে শতভাগ নিশ্চিত হয় সেদিকে আমাদের নজর রয়েছে।