বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র পার্লারে ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে ব্রিটিশ-বাংলাদেশী পেশাজীবিদের চায়ের আড্ডা
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ বাংলাদেশের সংবিধান মোতাবেক সর্বময় ক্ষমতার মালিক দেশের জনগণ। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধানের কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন বা সংশোধন সংযোজন করার এখতিয়ার কারো নেই। গতকাল ২৪ জানুয়ারী শুক্রবার লন্ডন বরো অব বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশী মেয়র মঈন কাদরির আয়োজনে মেয়র পার্লারে আয়োজিত চায়ের আড্ডায় আন্তরজাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার আইনজীবি ব্যারিস্টার তানিয়া আমির ব্রিটিশ বাংলাদেশী আইনজীবি,সাংবাদিক ও অন্যান্য পেশাজীবিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এছাড়াও বাংলাদেশের শ্রম আইন, মানমাধিকার আইন নিয়ে তিনি আলোচনা করেন। প্রশ্নউত্তরে তিনি বলেন সংবিধান নিয়ে শপথ করে সংবিধান ভঙ্গ করা হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অতীতে যেমন ঘটছে এই সরকারের সময়ে আরো বেশী হচ্ছে, প্রতিদিনই ঘটছে বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা। গেল জুলাই আগষ্টে ডিউটিরত অবস্থায় তিন হাজারেরও বেশী পুলিশকে হত্যা করা হয়েছে। তাদের ব্যাপারে এই সরকার সম্পুর্ণ নীরব। অন্য দিকে হাজার হাজার নীরিহ মানুষকে আসামী করে অসংখ্য গয়েবী মামলা হচ্ছে। তদন্ত করতে আসা জাতিসংঘের প্রতিনিধি দলও সরকারের কাছ থেকে কোন ধরনের সহযোগীতা পায়নি।
লন্ডন সময় দুপুর ২ ঘটিকা থেকে বিকেল চারটা পর্জন্ত এই আড্ডায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান, বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার সৈয়দ ফিরেজ গণী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আজিজুল আম্বিয়া, টাওয়ার হ্যামলটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাংবাদিক শওকত মাহমুদ টিপু, কবি নজরুল ইসলাম ওকিব, সাংবাদিক কামরুল আই রাসেল, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আইনজীবি আবুল বশর, আইনজীবি মাজিব র্যাকমোর ক্রিসম্যান,ব্যারিস্টার তামিয়া সুরি, সমাজ কর্মি শিকদার আতিয়ার রসুল কিটন, জাহিদ হোসেন,তিসা খান, মোরশেদ উদ্দিন আহমদ, ইকবাল হোসেন, আশিক রহমান, আইনজীবি বিধান মন্ডল প্রমুখ। এছাড়াও আ্ড্ডায় অংশ নেন কাউন্সিলের কর্মকর্তা কর্মচারীরা। আড্ডার শুরুতে মেয়র মঈন কাদরি স্বাগত বক্তব্য রাখেন এবং ব্যারিষ্টার তানিয়া আমিরের সাথে সকলকে পরিচয় করিয়ে দেন। অনুষ্টানে মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান তার গবেষণা গ্রন্থ বিশ শতকে বাংলাদেশের সাধারন নির্বাচন বইটি ব্যারিষ্টার তানিয়া আমিরের হাতে তুলে দেন। তানিয়া আমির একজন প্রখ্যাত ব্যারিস্টার ও মানবাধিকার কর্মী। তিনি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। গ্রেস ইন থেকে ১৯৯০ সালে আইন পাস করে বার-এ যোগ দেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব বাকিংহাম থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।