বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই -বিমান প্রতিমন্ত্রী

সত্যবাণী

সিলেট অফিসঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিবেশকে স্মার্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় বেশি বেশি তালগাছ রোপণ করুন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ বজ্রপাত, বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে। সকলে যায় যার অবস্থান থেকে বেশি বেশি ফলদ, বনজ গাছ রোপণের আহবান জানান তিনি।

মাধবপুর থেকে সংবাদদাতা জানান, ২ অক্টোবর সোমবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আয়োজনে মাধবপুর পৌরসভার গঙ্গানগর গ্রামের সোনাই নদীর তীরে তালগাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মনজুর আহ্সান, ওসি রকিবুল ইসলাম খান, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বাপা’র সদস্য মহিউদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বছর ৫ হাজার তালগাছের চারা রোপন এর লক্ষ্যমাত্রা ধরে ইতিমধ্যে লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় তালগাছের চারা রোপণ করা হয়েছে। এ বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে।

You might also like