বাসিন্দাদের খাদ্যসামগ্রী কেনাকাটায় সহযোগিতা করছে স্বেচ্ছাসেবীরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,যারা শিল্ডিং অর্থাৎ সুরক্ষিত অবস্থায়, কিংবা সেল্ফ-আইসোলেটিং (স্ব-বিচ্ছিন্ন অবস্থা) রয়েছেন অথবা ঘরের বাইরে যেতে না পারছেন না, তাহলে নিজের ঘরে ডেলিভারি অথবা কলেকশনের জন্য অনলাইনে কিংবা টেলিফোনের মাধ্যমে প্রয়োজনীয় গ্রোসারির অর্ডার দিতে ও মূল্য পরিশোধ করতে পারবেন। টাওয়ার হ্যামলেটস বারার পোস্টকোডগুলোতে পণ্য ডেলিভারি দিয়ে থাকে এমন সকল ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা আমরা আমাদের ওয়েবসাইটে একত্রিত করেছি, ফলে আপনি অতি সহজেই আপনার জন্য সেরা বিকল্পটি খুঁজে নিতে পারেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার গ্রোসারি সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসতে যদি কোন সহযোগিতার দরকার হয়, তাহলে আপনি আপনার বন্ধু, পরিবার অথবা প্রতিবেশির সাহায্য চাইতে পারেন। যদি এভাবে কারো কাছ থেকে সহায়তা পাওয়া সম্ভব না হয়, তাহলে আমাদের অনেক স্বেচ্ছাসেবী রয়েছেন যারা আপনার খাদ্যসামগ্রী সংগ্রহ করে আপনার দোরগোড়ায় তা পৌঁছে দেবেন।খাদ্যসামগ্রী সংগ্রহ ও পৌঁছে দিতে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সহযোগিতা পেতে দয়া করে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। ক্রয়কৃত গ্রোসারির মূল্য টেলিফোনের মাধ্যমে পরিশোধের সুযোগ আপনাকে দেয়ার জন্য আমরা অন্যান্য দোকানগুলোকেও অনুরোধ করতে পারি। আমাদের হেল্পলাইনের নাম্বার হচ্ছে ০২০ ৭৩৬৪ ৩০৩০। নাম্বারটি সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এবং রোববার সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত খোলা থাকে।

বিস্তারিত সকল তথ্য জানতে হলে ভিজিট করুন – https://www.towerhamlets.gov.uk/lgnl/health__social_care/health_and_medical_advice/Coronavirus/Contact_us_for_help/Coronavirus_support_for_residents.aspx

You might also like