বিএনপি নেত্রীর মামলায় দলের মেয়র প্রার্থী শাহাদাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনকে তার দলের এক নেত্রীর করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার বিকালে নগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালের চেম্বার থেকে চিকিৎসক শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন,চকবাজার থানায় এক চিকিৎসকের করা চাঁদাবাজির মামলায় শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে।বিকালে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।শাহাদাতের বিরুদ্ধে মামলার বাদী লুসি খান নামের ওই চিকিৎসক নগর বিএনপির গত কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিনি দলীয় মনোনয়নও সংগ্রহ করেছিলেন।কিন্তু নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন শাহাদাত।চকবাজার এলাকায় ‘জীবন চিত্র ফাউন্ডেশন’ নামের একটি এনজিও আছে লুসির।নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার) রাইসুল ইসলাম বলেন, “লুসি খানের এনজিও থেকে বিভিন্ন সময়ে ডা. শাহাদাত কোটি টাকা দাবি করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।”

You might also like