বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে সরকারের বিরুদ্ধে উসকে দিচ্ছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন,বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা।বিএনপি গণতন্ত্র হত্যাকারী এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনা গণতন্ত্রের রক্ষাকারী।তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই,তাদের পায়ের নিচে মাটি থাকলে তো তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো। নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য তারা শিকড় থেকে বিচ্ছিন্ন এবং নির্বাচন বিমুখ।বিএনপি সংবিধান থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটনও করেছে। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে এবং বক্তৃতা, বিবৃতি, মানববন্ধন, আলোচনা, টকশোসহ নানা উপায়ে সমালোচনা করছে।এ জন্য সরকার তো তাদের কোনো শাস্তি দিচ্ছে না।

You might also like