বিদ্যুৎখাতে দুর্নীতির মাশুল দিচ্ছেন জনগণ:কাইয়ুম চৌধুরী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সরকার দেশের মানুষকে বিদ্যুৎ দেয়ার নামে তামাশা করছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের ট্যাক্সের শত শত কোটি টাকা ভর্তূকি দেয়া হয়েছে। বিদ্যুৎখাতে দুর্নীতির কারণে দেশের জনগণ আজ তার মাশুল দিচ্ছে। দেশ পরিচালনায় সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এ দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়ে ফেলেছে।সোমবার বিকেলে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।পৃথক দু’টি কর্মসূচিতে প্রধান বক্তা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশ আজ গভীর সংকটে। এই সংকট থেকে উত্তরণের জন্য এ সরকারের পদত্যাগ করার বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।ওইদিন বিকেল ৩টায় নগরির রেলগেইট পয়েন্ট থেকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্বিনব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।