বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর মেশিন বসানোর উদ্যোগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড আরটি-পিসিআর মেশিন বসানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র জানায়, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে দুটি কমিটি করা হয়েছে। এই দুটি কমিটি মেশিন স্থাপন ও এ ব্যাপারে কাদের সক্ষমতা আছে, তা নিয়ে সাত দিনের মধ্যে রিপোর্ট তৈরি করবে। স্বাস্থ্য অধিদফতরের কমিটি দেখবে— কোন কোন কোম্পানির সক্ষমতা আছে মেশিন স্থাপনের এবং সেটি দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্যসেবা বিভাগের কমিটি কাজ করবে।

সূত্র আরও জানায়, এ মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে র‌্যাপিড আরটি-পিসিআর টেস্ট মেশিন বসানোর সম্ভাবনা নেই। কারণ, এটি দীর্ঘসময়ের প্রক্রিয়া। তাই বেসরকারি কোম্পানিকে সেখানে মেশিন স্থাপন ও টেস্টের জন্য নিয়োগ দেওয়া হবে। বেসরকারিভাবে যারা স্বাস্থ্য অধিদফতরের অনুমোদিত প্রতিষ্ঠান, তাদের মধ্যে থেকে কাউকে দেওয়া হবে। এক্ষেত্রে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। যারা আবেদন করবেন,তাদের মধ্যে থেকে সক্ষমতা যাচাই করে কাউকে অনুমোদন দেওয়া হবে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এরিয়ায় জায়গা নির্ধারণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুই- একদিনের মধ্যে জাতীয় পত্রিকায় ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, ইতোমধ্যে দুটি কমিটি করা হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত সমস্যার সমাধান করা যাবে।

You might also like