বিশিষ্ট কমিউনিটি নেতা মো. আবদুল ওয়াহাব এমবিই’র ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী 

লন্ডন, মার্চ: বিশিষ্ট কমিউনিটি নেতা মো. আবদুল ওয়াহাব এমবিইগত লা সার্চ ব্রিটেনের ব্রিস্টল শহরে ইন্তেকাল করছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল প্রায় নব্বই বছর মরহুমের গ্রামের বাড়ি ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে। মৃত্যুকালে তিনি  রেখে গেছেন স্ত্রী, দুইপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব

শিক্ষানুরাগী মো.আবদুল ওয়াহাব ৫০ এর দশকে মঈনপুর হাইস্কুল নব্বই দশকে জনতা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানসহ নিজ এলাকায় বহু জনহিতকর কাজের সাথে আজীবন যুক্ত থেকেছেন তিনি জনতা মহাবিদ্যালয় প্রতিষ্ঠাকালে প্রবাসে ফান্ড সংগ্রহে নিয়োজিত যুক্তরাজ্য কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সমাজ সেবায় ছিলেন একনিষ্ট ব্যক্তিত্বপ্রবাস জীবনে ব্রিস্টলে শাহজালাল জামে মসজিদ, বাংলাদশে সেন্টার প্রতিষ্ঠা ও হাউজিং সমস্যা সমাধানে কাজসহ সমাজ সেবায়  ব্যাপক ভুমিকা রাখা এই ব্যক্তিত্ব মানবহিতৈষী হিসাবে র্সবমহলে সমাদৃত ছিলেন জনহিতকর কাজের স্বীকৃতি হিসাবে ব্রিটেনের রানীর খেতাব এমবিইলাভ করেন তিনি।

মরহুমের জানাজা নামাজ গত ৪ র্মাচ সোমবার  জোহরের নামাজের পর ব্রিস্টলে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সাউথ ব্রিস্ট কবর স্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় লন্ডন, বার্মিংহামসহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন যোগদান করেন

শোক

মিউনিটি ব্যক্তিত্ব মো. আবদুল ওয়াহাব এমবিইর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট জনের মধ্যে চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, কবি হামিদ মোহাম্মদ, মনছব আলী জেপি, সাবেক ওসি আহবাব মিয়া, কমিউনিটি নেতা আলতাফুর রহমান মোজাহিদ, রাজনীতিক সুজন মিয়া সাজিদ, রুস্তুম আলী মাস্টার, ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি রুহুল আমিনসহ যুক্তরাজ্য প্রবাসী অনেকে

You might also like