বিশিষ্ট সাংবাদিক গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউ’কের শোকবার্তা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ প্রখাত সাংবাদিক সাহিত্যিক গাফফার চৌধুরীর জীবনবসানে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।দীর্ঘদিন বিলেতে থাকা অবস্থায় তার কর্মময় জীবনে এবং সামাজিকভাবে আমাদের কমিউনিটি তথা বাঙালি এবং বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তার বিশ্লেষণমূলক লেখনি ছিল সর্বজন বিদিত।অত্যন্ত সদালাপী ও বন্ধুবৎসল গাফফার চৌধুরী ছিলেন একজন সফল সাংবাদিক, স্বাধীনতা যুদ্ধের এক জীবন্ত ইতিহাস, একজন খাঁটি দেশ প্রেমিক। বিলেতের কমিউনিটি হারালো একজন বন্ধুবৎসল নিরহংকার কমিউনিটি নেতাকে । তার বিশ্লেষণমূলক ও তীর্যক রাজনৈতিক সমালোচনামূলক লিখনি দেশ পরিচালনায় তার এই অবদান অনস্বীকার্য। প্রয়াত গাফফার চৌধুরী শুধু সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেননি তার লেখা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..” গান বাংলাদেশ যতদিন থাকবে তার এ গান ততদিন শ্রদ্ধার সাথে সমাদৃত হবে এবং বাংলা ভাষার প্রতি দরদ এবং স্বাধীনতার রক্ষায় বীর্যসপত সকল প্রজন্মের তরুণ-তরুণীকে উজ্জীবিত করবে। মরহুম গাফ্ফার চৌধুরী শুধু সাংবাদিকতাই নয় বরং তিনি একাধারে ছিলেন নাট্যকার, উপন্যাসিক এবং কবি।তাঁর মৃত্যুতে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

You might also like