বীর মুক্তিযোদ্ধা মো: আবুল ফজলের মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, ১৯৬৯ এর ১১ দফা আন্দোলনের অন্যতম সংগঠক, ভাষানী ন্যাপ ও বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল ফজলের মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দবীর মুক্তিযোদ্ধা মো: আবুল ফজলের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তিনি সিলেটে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রাদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল ফজলে ৭১ এর ২৫ মার্চের কালোরাতে তিনি জগন্নাথ হলে ছিলেন এবং পাক হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের তিনি একজন প্রত্যক্ষ সাক্ষী।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরিফ মিয়া, সাম্যবাদী দল জেলা সম্পাদক ব্রজগোপাল, ঐক্য ন্যাপ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণফোরাম জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়, জাসদ মহানগর সাধারণ সম্পদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাম্যবাদী আন্দোলন জেলা আহবায়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।

উল্লেখ্য, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ভাষানী ন্যাপ ও বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল ফজল ১৪ এপ্রিল রোববার রাতে সিলেটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

You might also like