বৃহত্তর জালালাবাদ আর্গানাইজেশন সুইডেন এর বাৎসরিক বনভোজন আয়োজিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

সুইডেন: সুইডেন বসবাসরত বৃহত্তর সিলেটের প্রাচীন সামাজিক সংগঠন জালালাবাদ আর্গানাইজেশন এর উদ্যোগে বাৎসরিক বনভোজন এর আয়োজন করা হয় ২৭ জুলাই স্টকহোমের হুগেলবী পার্কে।সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের জন্য সকাল থেকে বিভিন্ন রকমের খাবার আয়োজনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। আগত অতিথিদের মধ্যে মুখরুচক খাবার পরিবেশন করেন গ্রীল চিকেন, ল্যাম রুটি, সালাদ ঝালমুড়ি।

মহিলা পুরুষ ও শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা, মহিলাদের মধ্যে বালিশ খেলা শিশুদের বিস্কুট খেলা, পুরুষদের জন্য ফুটবল সহ আরও অনেক খেলার আয়োজন করা হয়।এসময় বনভোজনে স্ব পরিবারে উপস্থিত ছিলেন সুইডেনে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব ফারুক আহমেদ, ইউসুফ খান,নজরুল ইসলাম চৌধুরী,সালেকুল ইসলাম, নছির উদ্দীন চৌধুরী,মাছুম বারী,ফখরুল ইসলাম,মহিবুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল জলিল সেলিম সহ আরও অনেকে এবং বনভোজনের সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে ছিলেন নজির হোসেন চৌধুরী কিনু, সাইফুল সিদ্দিক রিপন,জুয়েল আহমদ, সৈয়দ জাকির আহমদ, শামীম আহমেদ ও কামরুল ইসলাম।বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন জালালাবাদ অর্গানাইজেশন সুইডেন এর সভাপতি বাহাউদ্দিন লস্কর মুক্তা ও কবির আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নজরুল ইসলাম খান।বনভোজনে স্ব-পরিবের উপস্থিত হয়ে সার্বিক ভাবে সফল করায় বিপুল অসংখ্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাহাউদ্দিন লস্কর মুক্তা, সাধারন সম্পাদক কবির আহমদ।

You might also like