বেড়েছে সোনার দাম

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম মান অনুযায়ী ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৭ জুলাই) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৫৫৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭৫ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৬৪ হাজার ২৬৯ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম অপরিবর্তিত আছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫২ হাজার ৭২১ টাকা।স্বর্ণের বর্তমান দাম, ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৩ হাজার ২১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৫২ হাজার ৭২১ টাকা।এদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।

You might also like