ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানালেন রাজা তৃতীয় চার্লস

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ রাজা তৃতীয় চার্লস সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ রাজ্যাভিষেক উপহার দেয়ার জন্যে ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।রাজ্যাভিষেকের আয়োজন তিনদিন ধরে উদযাপন শেষে সোমবার তিনি এ ধন্যবাদ জানালেন। খবর এএফপি’র।এক লিখিত বিবৃতিতে চার্লস বলেছেন, আমাদের প্রতি আপনাদের উৎসাহ ও সমর্থন দেখে, বিভিন্ন উপায়ে আপনাদের উদারতা প্রত্যক্ষ করে এ রাজ্যাভিষেককে সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ উপহার মনে হয়েছে।

উল্লেখ্য, রাজা তৃতীয় চার্লস শনিবারের রাজ্যাভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন। ব্রিটেনে গত সাত দশকে প্রথম এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটেনের পাশাপাশি কমনওয়েলথভুক্ত ১৪টি দেশের রাজা হলেন চার্লস।ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার রাজ্যাভিষেকে বিশে^র প্রায় একশ’ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিগণ যোগ দেন।

You might also like