ব্রিটেনের বাস-ট্রেনে মাস্ক না পরলেই জরিমানা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ আগামী ১৫ জুন থেকে ইংল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক বাধ্যতামূলক হচ্ছে। কভিড ১৯ জনিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এ কথা বলেন, ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস।করোনাভাইরাস নিয়ন্ত্রনে রাখতে এই পদক্ষেপ নিচ্ছে সরকার, জানান ট্রান্সপোর্ট সেক্রেটার।তিনি বলেন, লকডাউন শিথিল হওয়ায় পরিবহন সমূহে যাত্রীদের সংখ্যার আশংকায় এই পদক্ষেপ নিচ্ছে সরকার। সাধারণ মানুষকে বাস, ট্রেন, বিমান ও ফেরিতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তবে খুব অল্প বয়সী শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং শ্বাসকষ্ট রয়েছে এমন লোকদের ক্ষেত্রে মাস্ক না পড়লেও চলবে।আজ ব্রিটেনে করোনাভাইরাসে নতুন করে ১৭৬জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৯০৪জন। এমন পরিস্থিতিতে আজ প্রেস ব্রিফিংয়ে মি: শাপস জানিয়েছে ভ্রমনের সময় মাস্ক ব্যবহার না করলে জরিমানও হতে পারে।
১৫জুন থেকে ইংল্যান্ডের কিছু মাধ্যমিক স্কুল এবং কম প্রয়োজনীয় দোকান-পাট খুলার অনুমতি দেয়া হয়েছে। এসব চালু হলে পরিবহন সমূহে যাত্রী বাড়তে পারে। তাই অতিরিক্ত সর্তকতা হিসেবে এই প্রদক্ষেপ নিচ্ছে সরকার।এদিকে স্কটল্যান্ডে বর্তমানে দোকানগুলিতে এবং পাবলিক ট্রান্সপোর্টে ফেইস মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। প্রায় একই পরামর্শ উত্তর আয়ারল্যান্ডে। তবে ওয়েলসে এখনো এই পরামর্শ দেয়া হয়নি।বাসে এবং ট্রেনে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে সরকারের প্রতি দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন লন্ডন মেয়র সাদিক খান। অবশেষে বৃহস্পতিবার ট্রান্সপোর্ট সেক্রেটারী এই ঘোষণা দেওয়ার তাকে স্বাগত জানিয়েছেন তিনি। ট্রান্সপোর্ট সেক্রেটারীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে অন্যান্য ইউনিয়নগুলোও।