ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। আগামী ২২ সেপ্টেম্বর, বুধবার ভোর ৪টা থেকে এটি কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট সাপ্স। ট্রান্সপোর্ট সেক্রেটারী বাংলাদেশ ও তুরস্কসহ মোট আটটি দেশের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। অন্যান্য দেশগুলো হলো মিশর, পাকিস্তান মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া। হোটেল কোয়ারেন্টিন ছাড়াই  ব্রিটেন ভ্রমণের সুযোগ পাবেন এই দেশগুলোর নাগরিকরা।

রেড লিষ্ট মুক্ত করার জন্য বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা আর কমিউনিটির মানুষের দাবির মুখে শেষ পর্যন্ত এমন ভোগান্তির অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কয়েক হাজার ব্রিটিশ নাগরিক হোটেল কোয়ারেন্টাইনের ঝক্কি এড়াতে কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন। অপরদিকে বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে যেতে পারছেন না।

You might also like