ব্রিটেনে করোনা চিকিৎসায় সমকামি ও উভকামিদের প্লাজমা ব্যবহার করা হবে না

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনা প্রতিরোধে সারাবিশ্বে প্লাজমা থেরাপি পদ্ধতি চলছে।কিন্ত ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বলা হয়,যারা তিন মাসের মধ্যে সমকামিতা বা উভকামিতায় লিপ্ত হয়েছেন তারা প্লাজমা দিতে পারবেন না।কারণ হিসেবে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে,সমকামিতায় লিপ্ত হলে রক্তে ইনফেকশনের ঝুঁকি থাকে।

বৃটেনের স্বাস্থ্য কর্মী অ্যান্ডি রবার্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে বলেন,করোনা থেকে সুস্থ হওয়ার পরেও তিনি প্লাজমা দান করতে পারেনি কারণ তিনি একজন সমকামি।এই নিয়মে অ্যান্ডি রবার্টের পুরুষ সঙ্গী কেইথ ওয়ার্ডও ক্ষোভ প্রকাশ করেছেন।রয়টার্সের সাথে বৃটেনের স্বাস্থ্য বিভাগের জেষ্ঠ্য গবেষক রিচার্ড কেইন বলেন,সমকামিদের বেশ কিছু বিশেষ ধরণের রোগ হওয়ার সম্ভাবনা থাকে।এছাড়া তাদের হরমোন জনিত কিছু ব্যাতিক্রমী উপসর্গ থাকে।ফলে তাদের রক্তের প্লাজমা ঝুঁকিপূর্ণ।এজন্য আমরা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।

You might also like