মঙ্গলবার থেকে আবারও ব্রিটেনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনার নতুন ধরন ওমিক্রনের কারনে ইংল্যান্ডে আজ মঙ্গলবার থেকে আবারো বিধিনিষেধ আরোপ করা হয়েছে।দেশটিতে আজ মঙ্গলবার থেকে দোকানে এবং পাবলিট ট্রান্সপোর্টে অর্থাৎ বাস,ট্রেন,লঞ্চে মাস্ক ব্যবহার না করলে সর্বোচ্চ ৬৪০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এ খবর দিয়েছে দ্য সান।আজ সকাল ৪টা থেকে নতুন নিয়মের অধীনে ইংল্যান্ডের হেয়ারড্রেসার, নেইল সেলুন, ব্যাংক এবং পোষ্ট অফিসেও ফেস মাস্ক পরতে হবে। হেলথ সেক্রেটারী সাজিদ জাভিদ রবিবার নিশ্চিত করেন নতুন সুপার স্ট্রেন মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে।নতুন বিধি নিষেধ অনুযায়ী প্রথম বার অপরাধের জন্য ২০০ পাউন্ড, দ্বিতীয় বার একই অপরাধ করলে ৪০০ পাউন্ড, তৃতীয়বার করলে ৮০০ পাউন্ড এবং চতুর্থবার করলে সর্বোচ্চ ৬৪০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। ব্রিটেনে ওমিক্রনে এখনো পর্যন্ত ১১ জন আক্রান্ত হয়েছে।

You might also like