‘ব্ল্যাক লাইভস্ ম্যাটার’ আন্দোলনের প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সংহিত প্রকাশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নির্মমভাবে নিহত জর্জ ফ্লোয়েডের মৃত্যুর ঘটনায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে বিশ্বব্যাপি যে আন্দোলন এখন চলছে,তার প্রতি সংহতি জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।৩ জুন ব্রোমলি পাবলিক হলকে বেগুনি রংয়ের আলোয় উদ্ভাসিত করার মধ্য দিয়ে এই সংহতি প্রকাশ করা হয়।কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সুদীর্ঘ ইতিহাস আমাদের রয়েছে, তা নিয়ে আমরা গর্বিত এবং এই টাওয়ার হ্যামলেটস হচ্ছে এমন একটি জনপদ, যেখানে ঘৃণার কোন স্থান নেই।মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেছেন, অন্যায় অবিচার ও বর্ণবাদের শিকার যারা হচ্ছেন, তাদের প্রতি সংহতি প্রকাশ এবং সাম্যতার জন্য চলমান লড়াইয়ে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কী করতে পারি, তা প্রতিফলিত করতেই এই আলোক প্রজ্জলন। সাম্য এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।

You might also like