ভিয়েনাতে ঈদুল আযহা উদযাপন।

হাসান তামিম
সত্যবাণী

ভিয়েনাঃ সামাজিক দূরত্ব এবং সরকার থেকে প্রদত্ত নির্দেশনা মেনে ঈদ উল আযহা উদযাপন করলো ভিয়েনার ধর্মপ্রান মুসল্লীগন।ভিয়েনার ইসলামিক সেন্টারে সকাল ৬.৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।মূলত ভিয়েনাতে সবেচেয়ে বড় ঈদের জামাত ভিয়েনা ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।এছাড়া বাংলাদেশী মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও প্রবাসী বাংলাদেশীরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামায আদায় করেন। সরকার থেকে প্রদত্ত স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে বাংলাদেশী মসজিদ গুলোতে কয়েকটি জামাতের ব্যবস্থা করা হয়।এবারের ঈদের জামাতে সকলেই করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।এদিকে মুসল্লীরা সরকার থেকে দেওয়া নির্দেশনা মেনেই ভিয়েনার বাইরে অবস্থিত কসাইখানাতে পশু কোরবানি দেন।তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পশু কোরবানির যাবতীয় কার্যক্রম শেষ করতে হয়েছে। সব কিছুই মিলিয়ে ভিন্নরকম এক ঈদ উল আযহা উদযাপন করেছে ভিয়েনার মুসলমানরা।

You might also like