ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইতালি

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ইতালি: করোনা ভাইরাসের কারণে দেওয়া লকডাউন শিথিল করছে ইতালি। একই সঙ্গে ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে দেশটি।বিবিসির খবরে জানানো হয়,৩ জুন থেকে বিদেশি দর্শনার্থীসহ দেশটির নাগরিকরা ভ্রমণের অনুমতি পেতে যাচ্ছেন।ইতালির সরকার এ বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করেছে।যেখানে জনগণকে দেশজুড়ে অবাধ চলাচলের অনুমতি দেওয়া হবে। এছাড়া তারা বিদেশ ভ্রমণে যেতে পারবে।আর বিদেশি দর্শনার্থীরাও ইতালি ভ্রমণ করতে পারবে। করোনা ভাইরাসের কারণে এত দিন এসব অঞ্চলে কঠোরভাবে ভ্রমণ নিষিদ্ধ ছিলো।

দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউনের পর দেশের অর্থনীতি পুনরায় চালুর পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে এই সিদ্ধান্তকে।করোনা মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিলো ইতালি। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হার দেশগুলো মধ্যে ইতালি একটি। তবে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ কমে আসছে দেশটিতে।ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৩১ হাজার ৬০০ মানুষ মারা গেছে। যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।

You might also like