মধ‍্যপ্রাচ‍্য ও ইউরোপে শনিবার থেকে রমজান শুরু

নিউজ ডেস্ক
সত‍্যবাণী

লন্ডন: সৌদি আরব ও ইউরোপে আগামীকাল (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস পালিত হবে।

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দেয়া হয়।

শুক্রবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ‍্যের পূর্ব লন্ডন মসজিদ ও ব্রিকলেন জামে মসজিদসহ অন‍্যান‍্য মসজিদগুলো থেকেও শনিবার থেকে পবিত্র রমজান শুরু হওয়ার ঘোষণা দেয়া হয়।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, তামির ও হোতাত সুদাইর অবজারভেটরিতে রমজানের চাঁদ সফলভাবে দেখার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

রমজান ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের নবম এবং পবিত্রতম মাস, যে মাসে নবী মুহাম্মদ (সা.)-এর ওপর কুরআন অবতীর্ণ হয়েছিল।

এই পুরো মাসজুড়ে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে।

এই মাসে মুসলমানরা ইবাদত এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন।

You might also like