মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল

হামিদ মোহাম্মদ
সত্যবাণী

লন্ডন: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে এ মহাফিল অনুষ্ঠিত হয়।ইফতার পূর্ব মাহফিলে বিশিষ্টজনের মধ্যে বক্তৃতা করেন সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব এমপি।যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাপর্বে সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন সহসভাপতি শাহ আজিজুর রহমান, মো.হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, প্রবাসকল্যাণ সম্পাদক আনছারুল হক যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ,গনসংযোগ সম্পাদক রবীন পাল, মানবাধিকার সম্পাদক সারব আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আস ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভানে্রী আঞ্জুমান আরা অঞ্জু, লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি মইনুল ইসলাম, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়যগীরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েদ আহমদ ছাদ, শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, তাতিলীগের সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের লীগের সভাপতি তামিম আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, স্বেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধ সহস্র নেতাকর্মী।অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী গুণীজন ও ব্যক্তিত্ব।ইফতার পূর্ব আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও ৪চার লক্ষ মাবোনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অবৈধ ইউনুস সরকারের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও স্মারক মুছে ফেলাসহ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র রুখে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সিলেট ও সুনামগঞ্জে শহীদ মিনার তালাবদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানান তারা। অবৈধ ইউনুস সরকারকে উৎখাত করে অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা করার প্রত্যয় করেন বক্তারা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও সরকার পুন:প্রতিষ্ঠার অঙ্গীকারও তাদের বক্তব্যে উঠে আসে।

You might also like