লন্ডনে নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে গণহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্দোগে ২৫ শে মার্চ কালো রাত স্বরণে লন্ডনে আলতাব আলী পার্ক শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন,পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুস্টিত।মঙ্গলবার (২৫ মার্চ) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায়‘গণহত্যা দিবস’ ২০২৫ পালন করা হয়েছে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সেক্রেটারি সাংবাদিক জুয়েল রাজ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে আত্মোৎসর্গকারী সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে অনুষ্ঠানে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ও উপস্থিত সুধীজনেরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ,সাংবাদিক,সংস্কৃতিকর্মী এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সদস্যবৃন্দ।

You might also like